Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মাসিক সভার সিদ্ধান্তসমূহ

৭নং কুলাউড়া ইউনিয়ন পরিষদের সভার কার্য বিবরনী উপস্থিত সদস্যদের নাম, পদবীও স্বাক্ষরঃ

 

উপিস্থিতি ঃ পরিশষ্ট “ক”

  

 

    অদ্যকার সভায় সভাপতিত্ব করেন অধ্যাপক শাহজাহান, চেয়ারম্যান ৭নং কুলাউড়া ইউপি। সভাপতি মহোদয় উপস্থিত সকলকে স্বাগত জানাইয়া সভার কাজ আরম্ভ করেন। সভায় নিম্ন বর্নিত সিদ্ধান্ত সমুহ সর্ব সম্মতিক্রমে গৃহীত ও অনুমোদিত হয়।

সিদ্ধান্ত নং০১:অদ্যকার সভায় বিগত সভার কার্যবিবরনী পাঠ করা হয় এবং উহা সর্ব সম্মতিক্রমে গৃহীত ও অনুমোদিত হয়।

সিদ্ধান্ত নং০২: অদ্যকার সভায় আয় ব্যয় হিসাব বিবরনী উপস্থাপন করা হয় এবং উহা সর্ব সম্মতিক্রমে গৃহীতও অনুমোদিত হয়।

সিদ্ধান্ত নং০৩:অদ্যকার সভায় অত্র কুলাউড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক শাহজাহানপারিবারিক কাজে ও ভ্রমনের জন্য যুক্তরাজ্যও যুক্তরাষ্ট্রে আগামী ২৫/০৯/২০১৩ইং হইতে ২৪/১২/২০১৩ইং পর্যন্ত ৩(মাসের) জন্য ছুটির প্রস্থাব উপস্থাপন করেন।অতপর সভায় আলাপ আলোচনাক্রমে পরিষদ কর্তৃক তিনির ছুটি ভোগের সিদ্ধান্ত গৃহীত ওঅনুমোদিত হয়।ছুটি কালীন সময়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব কে পালন করবেন তাহার নাম প্রস্থাব আহবান করা হয়।১নং ওয়ার্ড সদস্য জনাব মোঃ জলিল ৩নং ওয়ার্ড সদস্য ও ২নং প্যানেল চেয়ারম্যান জনাব আব্দুর রহিম এর নাম প্রস্থাব করিলে উক্ত প্রস্থাবে সকল সদস্য একমত পোষন করেন।অদ্যকার সভায় ৩নং ওয়ার্ড সদস্য ও২নং প্যানেল চেয়ারম্যান জনাব আব্দুল জলিলছুটি মঞ্জুর সাপেক্ষে ৩(তিন) মাসের জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করার সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়।

সিদ্ধান্ত নং০৪:অদ্যকার সভায় চেয়ারম্যান সাহেব জানান যে পবিত্র ঈদুল ফিতর ২০১৩ উপলক্ষে অত্র ইউনিয়নের অনুকূলে ভিজি এফ এর আওতায় ১২৫০টি কার্ড বরাদ্দ পাওয়া গিয়াছে।বরাদ্দকৃত কার্ডগুলো অসহায় ও দুস্থদের মধ্যে পরিবার প্রতি১০ কেজি হারে চাল বন্টনের নিমিত্তে উপকার ভোগীদের তালিকা প্রনয়নের প্রস্থাব আহবান করেন।উক্ত সংক্রান্তে বিস্থারিত আলোচনাক্রমে ওয়ার্ড ওয়ারী প্রাপ্ত অগ্রাধিকার তালিকা পর্যালোচনাক্রমে নিম্নোক্তহারে প্রত্যেক ওয়ার্ডের উপকার ভোগীদের অগ্রাধিকার তালিকা প্রনয়নের সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়।

          ওয়ার্ডওয়ারী বন্টন তালিকা

১নং ওয়ার্ড: ১৩৫জন, ২নং ওয়ার্ড ১১০ জন,৩নং ওয়ার্ড ১৬০জন,৪নং ওয়ার্ড ১০০জন ৫নং ওয়ার্ড ১২০জন, ৬নং ওয়ার্ড ১২০জন,৭নং ওয়ার্ড ১১০ জন,৮নং ওয়ার্ড ২৬০ জন,৯নং ওয়ার্ড ১৩৫ জন।

সিদ্ধান্ত নং০৫:অদ্যকার সভায় কুলাউড়া ইউনিয়নের আইন শৃংখলা কার্যক্রম সংক্রান্ত আইন শৃংখলা বিষয়ে আলোচনা করা হয়।সভায় সদস্যগন জানান তাহাদের নিজ নিজ ওয়ার্ডের আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক আছে। সভাপতি মহোদয় আইন শৃংখলা পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে সেদিকে সতর্ক দৃষ্টি রাখার জন্য সকল সদস্যদের অনুরোধ জানান।

সিদ্ধান্ত নং০৬: অদ্যকার সভায় কুলাউড়া ইউনিয়নের নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয়।সভায় উক্ত সংক্রান্ত যাতে কুলাউড়া ইউনিয়নে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেদিকে সতর্ক দৃষ্টি রাখার জন্য সকল সদস্যদের অনুরোধ জানান।

 

   অতএব আর কোন আলোচনা না থাকায় সভাপতি মহোদয় উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে সভার সমাপ্তী ঘোষনা করেন।